নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৭ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট | 487 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সোমবার (০৭ ডিসেম্বর) ২৫ কোম্পানির ৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- আমেরিকান ট্যোবাকো, ট্রাস্ট ব্যাংক, অ্যাডভেন্ট ফার্মা, সিঙ্গার বিডি, ব্যাংক এশিয়া, বিডি ফিন্যান্স, বিকন ফার্মা, ব্রাক ব্যাংক, ডিবিএইচ, ডমিনেজ স্টিল, জেনেক্স, আইডিএলসি ফিন্যান্স, আইএফআইসি, ইনটেক, মালেক স্পিনিং, এনসিসি ব্যাংক, পাইওনিয়র ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, সায়হাম কটন, সায়হাম টেক্সটাইল, সামিট অ্যালায়েন্স পোর্ট, সী পার্ল বীচ, সিঙ্গারবিডি, এসকে ট্রিমস ও ইয়াকিন পলিমার লিমিটেড। কোম্পানিগুলোর ৭৬ লাখ ৭৬ হাজার ৫৬৭টি শেয়ার ৭৩ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩২ কোটি ২৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১০ কোটি ৫৫ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বৃটিশ আমেরিকান ট্যোবাকোর। দ্বিতীয় সর্বোচ্চ ৬ কোটি ৪৮ লাখ টাকার ট্রাস্ট ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৮৫ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে সিঙ্গার বিডির।
এছাড়া অ্যাডভেন্ট ফার্মার ৩৭ লাখ ৯৮ হাজার টাকার, ব্যাংক এশিয়ার ১ কোটি ৩০ লাখ টাকার, বিডি ফাইন্যান্সের ১ কোটি ১৯ লাখ টাকার, বিকন ফার্মার ৫ লাখ ১১ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৬ লাখ ৪১ হাজার টাকার, ডিবিএইচের ১০ লাখ ২১ হাজার টাকার, ডমিনেজ স্টিলের ১৭ লাখ ৫৬ হাজার টাকার, জেনেক্সের ২৬ লাখ ৪৬ হাজার টাকার, আইডিএলসির ১ কোটি ৬ লাখ ২০ হাজার টাকার, আইএফআইসির ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকার, ইনটেকের ১ কোটি ৫৪ লাখ ৭৮ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ২৫ লাখ ২৫ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ১ কোটি ৫৩ লাখ ৫৩ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ২২ লাখ ৩৬ হাজার টাকার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ ১৭ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৭৯ লাখ ৮০ হাজার টাকার, সায়হাম কটনের ১৮ লাখ ৩৫ হাজার টাকার, সায়হাম টেক্সটাইলের ৫ লাখ ১১ হাজার টাকার, সামিট এলায়েন্স পোর্টের ১৪ লাখ ১৫ হাজার টাকার, সী পার্লের ৫ লাখ ২৭ হাজার টাকার, এসকে ট্রিমসের ১ কোটি ৯ লাখ ৪৬ হাজার টাকার এবং ইয়াকিন পলিমারের ৫ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ৫:৫৭ অপরাহ্ণ | সোমবার, ০৭ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan