নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট | 339 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার (২০ সেপ্টেম্বর) ব্লক মার্কেটে ২৩ কোম্পানির প্রায় সাড়ে ১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- ফু-ওয়াং ফুড, ফাইন ফুডস, পিপলস ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, বঙ্গজ, বাংলাদেশ সাবমেরিন কেবলস, কন্টিন্টোল ইন্স্যুরেন্স, ড্যাফোডিল কম্পিউটার্স, ফু-ওয়াং ফুড, গ্লোবাল ইন্স্যুরেন্স, গ্রামীণফোন, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, এম.এল ডাইং, নিটল ইন্স্যুরেন্স,নর্দার্ণ ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, পাইওনিয়র ইন্স্যুরেন্স, আরএসআরএম স্টিল, সামিট অ্যালায়েন্স পোর্ট, সী পার্ল বীচ, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড, এসকে ট্রিমস ও স্কয়ার ফার্মা। আজ ব্লক মার্কেটে কোম্পানিগুলোর ২২ লাখ ৯৬ হাজার ৯৩৮টি শেয়ার ৪৮ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১০ কোটি ৬৭ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩ কোটি ৫০ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ফাইন ফুডসের। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকার পিপলস ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৮৮ লাখ টাকার লেনদেন হয়েছে ফু-ওয়াং ফুডের।
এছাড়া স্কয়ার ফার্মার ৪৩ লাখ ৬০ হাজার টাকার, এসকে ট্রিমসের ৪৯ লাখ ৮৪ হাজার টাকার, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৬ লাখ ৬৬ হাজার টাকার, সী পার্লের ২৮ লাখ ৭৫ হাজার টাকার, সামিট এলায়েন্স পোর্টের ২৫ লাখ ৮০ হাজার টাকার, আরএসআরএম স্টিলের ১৫ লাখ ৫০ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ২৫ লাখ ৯৯ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১১ লাখ ৭৯ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১৯ লাখ ৩৬ হাজার টাকার, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের ৫ লাখ ১০ হাজার টাকার, নিটল ইন্স্যুরেন্সের ৮ লাখ ১৬ হাজার টাকার, এমএল ডাইংয়ের ২১ লাখ ৮০ হাজার টাকার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ২৯ লাখ ৪০ হাজার টাকার, গ্রামীণফোনের ২৭ লাখ ৪৪ হাজার টাকার, গ্লোবাল ইন্স্যুরেন্সের ২৭ লাখ টাকার, ড্যাফোডিল কম্পিউটার্সের ২২ লাখ ৭২ হাজার টাকার, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৩৬ লাখ ৯৬ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৬ লাখ ৭৫ হাজার টাকার, বঙ্গজের ২৮ লাখ ৮ হাজার টাকার এবং এডিএন টেলিকমের ৫৩ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ৪:১৬ অপরাহ্ণ | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan