বিবিএ নিউজ.নেট | রবিবার, ২০ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট | 240 বার পঠিত
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে।
এসব কোম্পানির ৬০ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে ফরচুন সুজ চমক দেখিয়েছে। ব্লক মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৮ কোটি ১৫ লাখ ৫৮ হাজার টাকার। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৬৪.২৫ শতাংশ।
জানা গেছে, শেয়ারবাজারের আলোচিত এক বড় বিনিয়োগকারী প্রতিদিনই তার নিয়ন্ত্রণাধীন কয়েকটি কোম্পানির শেয়ারের বড় লেনদেন দেখিয়ে থাকেন। উদ্দেশ্য হল, শেয়ারগুলোর প্রতি সাধারণ বিনিয়োগকারীদের মনোযোগ আকর্ষণ করা। যাতে চড়া দরে সেসব শেয়ার বিনিয়োগকারীদের কাঁধে চাপানো যায়।
আলোচিত ওই বিনিয়োগকারীর নিয়ন্ত্রণাধীন কোম্পানিগুলোর মধ্যে মধ্যে অন্যতম হল ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, সোনালী পেপার, কুইন সাউথ টেক্সটাইল, এশিয়া ইন্সুরেন্স, বিএনআইসিএল।
এদিন ফরচুন সুজের প্রতি বিনিয়োগকারীদের মনোযোগ আকর্ষণ করার জন্য বিশাল লেনদেনের চমক দেখাল।
ব্লক মার্কেটে অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে পাওয়ার গ্রীডের ৩ কোটি ৪১ লাখ ৩০ হাজার টাকার, রেনাটার ৩ কোটি ৩৮ লাখ ৭৫ হাজার টাকার, ইসলামি ব্যাংক পারসিচ্যুয়াল বন্ডের ৯৯ লাখ টাকার, ওরিয়ন ফার্মার ৭৯ লাখ ৮৯ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ৫৫ লাখ ৮ হাজার টাকার, ফার্মা এইডের ৪৯ লাখ ২৮ হাজার টাকার, প্রাইম লাইফের ৪১ লাখ ২৫ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৩০ লাখ ৮২ হাজার টাকার, কুইন সাউথ টেক্সটাইলের ৩০ লাখ ৪০ হাজার টাকার, আলহাজ্ব টেক্সটাইলের ২৯ লাখ ৭০ হাজার টাকার, যমুনা অয়েলের ২১ লাখ ৭০ হাজার টাকা।
সালভো কেমিক্যালের ১৬ লাখ ৯১ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ১৫ লাখ ৪৭ হাজার টাকার, মীর আক্তারের ১৪ লাখ ৪৪ হাজার টাকার, অগ্নি সিস্টেমসের ১৪ লাখ ৮ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১১ লাখ ৬০ হাজার টাকার, ফারইস্ট নিটিংয়ের ৯ লাখ টাকার, মোজাফফর হোসেন স্পিনিংয়ের ৯ লাখ টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৮ লাখ ৬০ হাজার টাকার, ডোরিন পাওয়ারের ৭ লাখ ৯১ হাজার টাকার, বিডি ল্যাম্পসের ৭ লাখ ৪২ হাজার টাকার, মেঘনা পেট্রোলিয়ামের ৭ লাখ টাকার, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ৫ লাখ ৪৮ হাজার টাকার, আরামিট সিমেন্টের ৫ লাখ ১৯ হাজার টাকার, শাইনপুকুর সিরামিকের ৫ লাখ ৭ হাজার টাকার, লঙ্কাবাংলা ফাইন্যান্সের ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ৬:৩৪ অপরাহ্ণ | রবিবার, ২০ ফেব্রুয়ারি ২০২২
bankbimaarthonity.com | rina sristy