বিবিএ নিউজ.নেট | বুধবার, ১০ নভেম্বর ২০২১ | প্রিন্ট | 241 বার পঠিত
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১২৬ কোটি ৯৬ লাখ ৯০ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ব্লক মার্কেটে চার কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর লেনদেনের পরিমাণ ১০৭ কোটি ২১ লাখ ৭০ হাজার টাকা।
লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড। এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে প্রায় ৮৯ কোটি ৮০ লক্ষ টাকার।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৪১ লক্ষ ৭০ হাজার টাকার।
এছাড়া, কাট্টালি টেক্সটাইলের ৩ কোটি ৫৮ লক্ষ ৭৯ হাজার টাকার, ফরচুন সুজের ৩ কোটি ৫০ লক্ষ ৭৮ হাজার টাকার, কে এন্ড কিউয়ের ২কোটি ৪৭ লক্ষ ৮৮ হাজার টাকার, গ্রামীণফোনের ১ কোটি ৮০ লক্ষ টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১ কোটি ৩৭ লক্ষ ৯২ হাজার টাকার, ইউনাইটেড পাওয়ারের ১ কোটি ১২ লক্ষ ৫০ হাজার টাকার,বিবিএস ক্যাবলসের ৮৭ লক্ষ ৪৭ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৭২ লক্ষ ৫০ হাজার টাকার, সাফকো স্পিনিংয়ের ৪৩ লক্ষ ৫০ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৩৮লক্ষ ৭০ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ৩৮ লক্ষ ১১ হাজার টাকার, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ২৯ লক্ষ ২৫ হাজার টাকার, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ২৯ লক্ষ ১ হাজার টাকার, সিলভা ফার্মার ২৩ লক্ষ ৪০ হাজার টাকার, বারাকা পাওয়ারের ২৩ লক্ষ ১০ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ২২ লক্ষ ৮৫ হাজার টাকার, বেঙ্গল উইন্ডসোরের ১৮ লক্ষ ৫৩ হাজার টাকার, ফার্স্ট ফাইন্যান্সের ১৭ লক্ষ ৮৫ হাজার টাকার, পেনিনসুলার ১৬ লক্ষ ৯৫ হাজার টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ১৫ লক্ষ ১২ হাজার টাকার, আইসিবি এএমসিএল-২য় মিউচ্যুয়াল ফান্ডের ১৪ লক্ষ ৩৩ হাজার টাকার, মার্কেনটাইল ব্যাংকের ১৩ লক্ষ ৬৫ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোবাকোর ৮ লক্ষ ২৮ হাজার টাকার, মোজাফফর হোসেন স্পিনিংয়ের ৭ লক্ষ ৭১ হাজার টাকা।
ডরিন পাওয়ারের ৭ লক্ষ ৩২ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ৬ লক্ষ ৪৬ হাজার টাকার, কেডিএস লিমিটেডের ৬ লক্ষ ৪৫ হাজার টাকার, ব্রাক ব্যাংকের ৬ লক্ষ ৩৮ হাজার টাকার, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৬ লক্ষ ৩ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৫ লক্ষ ৪০ হাজার টাকার, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫ লক্ষ ৪০ হাজার টাকার, রেনউইক যজ্ঞেশ্বরের ৫ লক্ষ ১৯ হাজার টাকার এবং ইস্টার্ন লুব্রিকেন্টসের ৫ লক্ষ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ৪:১৪ অপরাহ্ণ | বুধবার, ১০ নভেম্বর ২০২১
bankbimaarthonity.com | rina sristy