| বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট | 172 বার পঠিত
সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩৬ কোটি ১৭ লাখ ৩৬ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ব্লক মার্কেটে চার কোম্পানির বড় লেনদেন হয়েছে। এই চার কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৯০ লাখ ১৭ হাজার টাকার।
কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে রয়েছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি ৬২ লাখ ৬৮ হাজার টাকার।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সোনালী পেপারের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি ২ লাখ ২৬ হাজার টাকার।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ৬৬ লাখ ৪৩ হাজার টাকার।
চতুর্থ সর্বোচ্চ লেনদেন হয়েছে রেনাটার। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ৫৮ লাখ ৮০ হাজার টাকার।
এছাড়া, ফনিক্স ফাইন্যান্সের ১ কোটি ৪৭ লাখ ৯৫ হাজার টাকার, গ্রামীণ ফোনের ১ কোটি ৪৪ লাখ ৫৮ হাজার টাকার, ফরচুন সুজের ১ কোটি ১৭ লাখ ৪১ হাজার টাকার, অগ্নি সিস্টেমের ১ কোটি ১৬ লাখ ৭১ হাজার টাকার, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৮ লাখ ২৬ হাজার টাকার, ডরিন পাওয়ারের ৭৮ লাখ টাকার, আলহাজ টেক্সটাইলের ৭৩ লাখ ৬৯ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ৭৩ লাখ ২৩ হাজার টাকার, পিপলস ইন্সুরেন্সের ৬৯ লাখ ২২ হাজার টাকার, আরএকে সিরামিকের ৫৩ লাখ ৯৪ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৫০ লাখ ৯৬ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৪৬ লাখ ৩৭ হাজার টাকার, সী পার্লের ৩৭ লাখ ৪৪ হাজার টাকার, কপারটেকের ৩৫ লাখ ৯ হাজার টাকার, ইয়াকিন পলিমারের ৩২ লাখ ৬৮ হাজার টাকার, সিঙ্গার বিডির ২৯ লাখ ৭০ হাজার টাকার, সালভো কেমিক্যালের ২৬ লাখ ৯৬ হাজার টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ২৫ লাখ ৩০ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ২২ লাখ ৪৪ হাজার টাকা।
বিডি ল্যাম্পের ২০ লাখ ৩৫ হাজার টাকার, আমান ফিডের ২০ লাখ ৪ হাজার টাকার, পেনিনসুলার ১৫ লাখ ৫ হাজার টাকার, আরডি ফুডের ১৪ লাখ ৩১ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৯ লাখ ৭ হাজার টাকার, প্রাইম ফাইন্যান্সের ৮ লাখ ৪৩ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৭ লাখ ২৪ হাজার টাকার, ফারইস্ট নিটিংয়ের ৬ লাখ ৯৯ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ৬ লাখ ৯৫ হাজার টাকার, সেনাকল্যাণ ইন্স্যুরেন্সের ৬ লাখ ৯৩ হাজার টাকার, অ্যাক্টিভ ফাইনের ৬ লাখ ১৮ হাজার টাকার, সেন্ট্রাল ফার্মার ৫ লাখ ৫৯ হাজার টাকার, এএমসিএল-প্রাণের ৫ লাখ ১০ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ৫ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ৪:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২
bankbimaarthonity.com | rina sristy