বৃহস্পতিবার ৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে একদিনেই রেকর্ড আক্রান্ত প্রায় ২০ হাজার

বিবিএনিউজ.নেট   |   রবিবার, ২৮ জুন ২০২০   |   প্রিন্ট   |   231 বার পঠিত

ভারতে একদিনেই রেকর্ড আক্রান্ত প্রায় ২০ হাজার

সব রেকর্ড ছাড়িয়ে ভারতে একদিনেই প্রায় ২০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে মোট আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৯০৬ জন। খবর এনডিটিভির।

রোববার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ২৮ হাজার ৮৫৯।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪১০ জনের। তবে সংক্রমণ বাড়লেও সুস্থ হয়ে ওঠার হারও বাড়ছে দেশটিতে। ইতোমধ্যেই সেখানে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৯ হাজার ৭১৩ জন। অপরদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮৩২ জন।

করোনায় আক্রান্তে এখন পর্যন্ত শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় ভারতের অবস্থান চতুর্থ। ভারতের মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, গুজরাট, তেলেঙ্গানা, উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে সংক্রমণের হার সবচেয়ে বেশি।

পরপর দু’দিন মহারাষ্ট্রে একদিনে আক্রান্ত হয়েছে পাঁচ হাজার। ফলে সেখানে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ১৩৩। মহারাষ্ট্রের পরেই দিল্লির অবস্থান। সেখানে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮০ হাজার এবং মারা গেছে ২ হাজার ৫৫৮ জন।

গত ডিসেম্বরে চীনের উহান প্রদেশে প্রথম প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ ধরা পড়ে। অপরদিকে গত ৩১ জানুয়ারি ভারতে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৬ হাজার ৯৫ জন।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১:১৩ অপরাহ্ণ | রবিবার, ২৮ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।