নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট | 276 বার পঠিত
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রথম প্রান্তিকে কোম্পানিটির প্রিমিয়াম আয় কমলেও দ্বিতীয় প্রান্তিকে বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়কোম্পানিটির প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ,২০২০) ৪৫ কোটি ৫৭ লাখ টাকার প্রিমিয়াম আয় কমেছে। আগের বছর একই সময় কমেছিল ৪০ কোটি ৩০ লাখ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৭৪৫ কোটি ১৯ লাখ টাকা। আগের বছর একই সময় ছিল এক হাজার ৬৪৬ কোটি ৪৩ লাখ টাকা।
ডিএসই সূত্র জানায়, কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন,২০২০) ১৭ কোটি ৩৯ লাখ টাকার প্রিমিয়াম আয় বেড়েছে। আগের বছর একই সময় বেড়েছিল ২৯ কোটি ৯৯ লাখ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৮০৮ কোটি ১৬ লাখ টাকা। আগের বছর একই সময় ছিল এক হাজার ৭১৬ কোটি ৭৩ লাখ টাকা।
এদিকে ৬ মাসে কোম্পানিটির প্রিমিয়াম আয় কমেছে ২৮ কোটি ১৮ লাখ টাকা। আগের বছর একই সময় ছিল ১০ কোটি ৩০ লাখ টাকা।
Posted ১২:৫০ অপরাহ্ণ | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan