নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৯ অক্টোবর ২০২২ | প্রিন্ট | 195 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির ভাইস চেয়ারম্যান নাসির উদ্দীন আহমেদ পাভেল। সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিতে ২০২১ সালের জন্য ২৫ শতাংশ যার মধ্যে নগদ ১৫ শতাংশ ও বোনাস ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়। এছাড়া, বার্ষিক সাধারণ সভায় সমাপ্ত অর্থ বছরের আর্থিক বিবরণী, নিরীক্ষিত স্থিতিপত্র ও লাভ লোকসান হিসাব নিয়ে বিস্তারিত আলোচনাসহ ২০২২ সালের জন্য অডিটর, চার্টার্ড একাউন্ট্যান্ট ও কমপ্লায়েন্স অডিটর, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের পুনঃনিয়োগ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন লাভ করে।
সভায় ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা করেন পরিচালনা পর্ষদ ও বিনিয়োগকারীরা। এতে দেখা যায়, ২০২১ সালে মেঘনা লাইফের গ্রস প্রিমিয়াম আয় ৩৩ কোটি ১২ লাখ টাকা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৩৮৮ কোটি ৬৩ লাখ টাকা। যা ২০২০ সালে ছিলো ৪২১ কোটি ৭৫ লাখ টাকা। প্রতিষ্ঠানটির ১ম বর্ষ প্রিমিয়াম ৪ কোটি ৮১ লাখ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ৮২ কোটি ৯২ লাখ টাকা। যা ২০২০ সালে ছিল ৭৮ কোটি ১১ লাখ টাকা, নবায়ন প্রিমিয়াম ৩৭ কোটি ৩ লাখ টাকা হ্রাস পেয়ে ৩০৩ কোটি ৯২ লাখ টাকা হয়েছে, যা ২০২০ সালে ছিল ৩৪০ কোটি ৯৫ লাখ টাকা। এছাড়া, প্রতিষ্ঠানটির বিনিয়োগ আয় ৮ কোটি ৪৬ লাখ টাকা হ্রাস পেয়ে ৮৯ কোটি ৭৬ লাখ টাকা হয়েছে। যা ২০২০ সালে ছিল ৯৮ কোটি ২২ লাখ টাকা।
লাইফ ফান্ড ২১ কোটি ৭২ লাখ টাকা হ্রাস পেয়ে ১ হাজার ৮৬৭ কোটি ৯২ লাখ টাকা হয়েছে। যা ২০২০ সালে ছিল ১ হাজার ৮৮৯ কোটি ৬৪ লাখ টাকা। মোট সম্পদ ১ কোটি ৯০ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ২ হাজার ৩৫ কোটি ৩০ লাখ টাকা হয়েছে। যা ২০২০ সালে ছিল ২ হাজার ৩৩ কোটি ৪০ লাখ টাকা। পাশাপাশি দাবি পরিশোধের পরিমাণ আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। আলোচ্য বছরে গত বছরের তুলনায় ৭৭ কোটি ৩৬ লাখ বেশি দাবি পরিশোধ করেছে যার পরিমাণ দাঁড়ায় ৩৭৪ কোটি ৭৫ লাখ টাকা, যা আগের বছর ছিল ২৯৭ কোটি ৩৯ লাখ টাকা।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ, সবিতা ফেরদৌসি, কর্ণফুলী ইন্স্যুরেন্সের মনোনীত পরিচালক ফজলুল করীম মুন্সি, নিজাম-হাসিনা ফাউন্ডেশনের মনোনীত পরিচালক মো. মঈন উদ্দিন স্বতন্ত্র পরিচালক মো. আহসান ইবনে কবির, মুখ্য নির্বাহী কর্মকর্তা এন সি রুদ্র, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. তারেকসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তা ও বিপুল সংখ্যাক শেয়ারহোল্ডার। সভায় শেয়ারহোল্ডারদের উদ্যেশ্যে বক্তব্য প্রদান করেন কোম্পানির ভাইস চেয়ারম্যান নাসির উদ্দীন আহমেদ। শেয়ারহোল্ডারবৃন্দের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব আজিজ আহমেদ।
Posted ৭:৫৮ অপরাহ্ণ | বুধবার, ১৯ অক্টোবর ২০২২
bankbimaarthonity.com | rina sristy