নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০২ জুন ২০২১ | প্রিন্ট | 283 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ফার্মার দুই সহযোগী কোম্পানির জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহের মেয়াদ শেষ হচ্ছে। এগুলো হলো- ওরিয়ন পাওয়ার ম্যানেজমেন্ট লিমিটেড ও ডাচ-বাংলা পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের চুক্তি অনুযায়ী চলতি বছরের মে মাসে শেষ হয়েছে ওরিয়ন পাওয়ার ম্যানেজমেন্ট লিমিটেডের জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহের মেয়াদ এবং আগামী জুলাই মাসে শেষ হবে ডাচ-বাংলা পাওয়ারের মেয়াদ।
কোম্পানিটি আরও জানায়, সহযোগী কোম্পানি দুইটির বিদ্যুৎ সরবরাহের মেয়াদ আরও ৫ বছর বাড়ানোর জন্য ইতোমধ্যে সরকারের কাছে আবেদন করা হয়েছে।
Posted ১০:৩৭ পূর্বাহ্ণ | বুধবার, ০২ জুন ২০২১
bankbimaarthonity.com | saed khan