নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০২ জানুয়ারি ২০২২ | প্রিন্ট | 193 বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেড চট্টগ্রামের বিদ্যমান প্যাকেজিং প্লান্টে যন্ত্রপাতি প্রতিস্থাপে ১ কোটি ৬০ লাখ ৯৫ হাজার টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। নতুন মেশিন প্রতিস্থাপনের ফলে কোম্পানিটির উৎপাদন ক্ষমতা বাড়বে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বিদ্যমান বাটন ইউনিটে ৬ টার্নিং মেশিন, ২ সেন্ট্রিফুগ্যাল ক্যাস্টিং মেশিন এবং ৪ ওয়াটার পলিশিং মেশিন যোগ করবে। এ কারণে ২ কোটি ১০ লাখ ৪৭ হাজার ৯১০ টাকা বিনিয়োগ করবে কোম্পানিটি। একই সঙ্গে কোম্পানিটি আরও ২০ সেট ব্রাইডিং মেশিন যোগ করবে কারখানার বিদ্যমান ইলাস্টিক এবং ন্যারো ফেব্রিক্স ইউনিটে। এতে কোম্পানিটি ৬৮ লাখ টাকা বিনিয়োগ করবে কোম্পানিটি। নতুন যন্ত্রপাতি যোগ করার কারণে কোম্পানির উৎপাদন ক্ষমতা বাড়বে।
যন্ত্রপাতি প্রতিস্থাপন এবং যুক্ত করার কারণে সামগ্রিক উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে বলে ধারণা করছে কোম্পানিটি । বছরে কোম্পানিটির ০.৯০ মিলিয়ন পিস কার্টুন, ০.১৩ মিলিয়ন জিজি বাটন এবং ৯.৬০ মিলিয়ন ইয়ার্ডস ড্র কর্ড উৎপাদন বাড়বে।
উৎপাদন ক্ষমতার সম্পূর্ণ ক্যাপাসিটি ব্যবহার করতে পারলে বছরে কোম্পানির ১০ কোটি টাকা রাজস্ব বাড়বে বলে আশা করা যাচ্ছে।
Posted ৩:০৩ অপরাহ্ণ | রবিবার, ০২ জানুয়ারি ২০২২
bankbimaarthonity.com | saed khan