সোমবার ৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যমুনা ব্যাংকের নয়া এমডি ইলিয়াছ উদ্দিন

বিবিএনিউজ.নেট   |   সোমবার, ২১ অক্টোবর ২০১৯   |   প্রিন্ট   |   368 বার পঠিত

যমুনা ব্যাংকের নয়া এমডি ইলিয়াছ উদ্দিন

মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ ২১ অক্টোবর যমুনা ব্যাংক লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৮৫ সালে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে তার কর্মজীবন শুরু করেন।
মির্জা ইলিয়াস প্রাইম ব্যাংক লিমিটেড এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
২০০১ সালে তিনি যমুনা ব্যাংক লিমিটেড-এ এসএভিপি পদে যোগদান করেন এবং ২০১৩ সালে একই ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ২০১৬ সালে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন এবং দীর্ঘ ৭ বছর সাফল্যের সঙ্গে উভয় পদে দায়িত্ব পালন করেন।
৩৪ বছরের কর্মজীবনে তিনি ট্রেজারি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, করপোরেট লোন ম্যানেজমেন্ট, ব্যাংকিং অপারেশনস অ্যান্ড সার্ভিসেসসহ বিভিন্ন বিভাগে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ইলিয়াছ ব্যাংকার্স ইনস্টিটিউটের ডিপলোমেট অ্যাসোসিয়েট মেম্বার এবং বাংলাদেশ মানি মার্কেট ডিলারস অ্যাসোসিয়েশনের (বামডা) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তিনি প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেডের (পিডিবিএল) টেকনিক্যাল কমিটির সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনের মেম্বার ছিলেন।
তিনি যমুনা ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি যমুনা ব্যাংক ফাউন্ডেশনের সিইও এবং প্রাইভেট ব্যাংক শিশু দিবাযত্ন কেন্দ্রের চেয়ারম্যান হিসেবেও নিয়োজিত আছেন। বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে তার। তিনি নানাবিধ সামাজিক কর্মকান্ডে জড়িত থাকতে পছন্দ করেন।
ইলিয়াছ উদ্দিন ব্যাংক ম্যানেজমেন্ট এবং স্ট্র্যাটেজিক লিডারশিপের ওপর দেশ ও বিদেশে প্রচুর প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন দেশের ব্যাংকিং পরিচালনা বিষয়ে অবগত আছেন। বিজ্ঞপ্তি #

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৫:৫৭ অপরাহ্ণ | সোমবার, ২১ অক্টোবর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।