নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট | 313 বার পঠিত
৪০০ কোটি টাকার পারপেচ্যুয়াল বন্ড অনুমোদন করা হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি যমুনা ব্যাংকের বিশেষ সাধারণ সভায় (ইজিএম)। গত ৯ ডিসেম্বর ব্যাংকের ১৩তম ইজিএমে বন্ড ইস্যুর বিষয়ে সম্মতি জানিয়েছে শেয়ারহোল্ডাররা। যমুনা ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ব্যাংকটির চেয়ারম্যান ফজলুর রহমানের সভাপতিত্বে ডিজিটাল প্লাটফর্মে ইজিএম অনুষ্ঠিত হয়েছে।
অন্যান্যের মধ্যে ইজিএমে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আল-হাজ্ব নূর মোহাম্মদ, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহা. মাহমুদুল হক, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রকৌশলী এ.কে.এম মোশাররফ হোসেন।
এছাড়া কোম্পানির এমডি এবং সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ, কোম্পানি সচিব এম.এ রউফ এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়াল ইজিএমে অংশগ্রহণ করেন।
Posted ৪:৪৯ অপরাহ্ণ | রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan