নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৬ নভেম্বর ২০২০ | প্রিন্ট | 397 বার পঠিত
মোবাইল ফোন অপারেটর কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন শুরুর আগেই অবৈধভাবে শেয়ার বিক্রি দায়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য (নং- ৬৩) বানকো সিকিউরিটিজ লিমিটেডকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রাজধানীর মতিঝিলের ইস্পাহানি ভবনের চতুর্থ তলায় বানকো সিকিউরিটিজ তাদের কার্যক্রম পরিচালনা করে।
আগামী ১৭ নভেম্বর (মঙ্গলবার) রবির আইপিওতে আবেদন শুরু। ঠিক তার দুদিন আগে রোববার (১৫ নভেম্বর) কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। সোমবার স্টক এক্সচেঞ্জ এবং বানকো সিকিউরিটিজকে চিঠি দিয়ে এই সিদ্ধান্ত জানানো হবে।
উল্লেখ্য, রবি আজিয়াটা আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা সংগ্রহ করবে। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ৫২ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার ৩৩৪টি শেয়ার ইস্যু করবে।
এই লক্ষ্যে আগামী ১৭ নভেম্বর আইপিওতে আবেদন শুরু হবে। চলবে ২৩ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। তার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
পুঁজিবাজার থেকে টাকা নিয়ে রবি কোম্পানির নেটওয়ার্ক সম্প্রসারণ ও আইপিওর খরচ বাবদ ব্যয় করবে।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরে রবির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৪ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১২ টাকা ৬৪ পয়সা। বিগত ৫টি নিরীক্ষা আর্থিক প্রতিবেদন অনুযায়ী ভারিত গড় হারে শেয়ার প্রতি লোকসান ১৩ পয়সা। রবির ইস্যু-ম্যানেজার হিসেবে কাজ করছে দেশের অন্যতম মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।
Posted ১০:৩৪ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ নভেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan