নিজস্ব প্রতিবেদক : | মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 162 বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১:২ অনুপাতে রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিএসইসির ৮৯১তম কমিশন সভায় কোম্পানিটির রাইট শেয়ার প্রস্তাব অনুমোদন করা হয়।
কোম্পানিটি ২০ টাকা অভিহিত মূল্যের (শেয়ার প্রতি ১০ টাকা প্রিমিয়ামসহ) ১ কোটি ৯ লাখ ৯৮ হাজার ২৮৩টি রাইট শেয়ার হিসেবে ইস্যু করবে কোম্পানিটি। এর মাধ্যমে ২০ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৬৬০ টাকা উত্তোলন করবে কোম্পানিটি।
সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের মূলধনী যন্ত্রপাতি ক্রয় এবং ব্যাংক ঋণ পরিশোধের জন্য রাইটের মাধ্যমে উত্তোলন করা অর্থ ব্যবহার করবে।
Posted ৮:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan