নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২১ অক্টোবর ২০২০ | প্রিন্ট | 248 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
আজ বুধবার (২১ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়।
এর আগের বছর অর্থাৎ ২০১৯ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিলো প্রতিষ্ঠানটি। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ছিলো।
কোম্পানির তথ্য মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৭ পয়সা। একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৩ টাকা ৩৯ পয়সা।
গত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিলো ৫ টাকা ৭ পয়সা। একই বছরের ৩০ জুন কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) ছিলো ৬৫ টাকা ৪৯ পয়সা।
শেয়ারহোল্ডাদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানি বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
Posted ৭:১৭ অপরাহ্ণ | বুধবার, ২১ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | saed khan