নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৩ জুন ২০২০ | প্রিন্ট | 336 বার পঠিত
বে মেয়াদি রেস স্পেশাল অপরচুনিটিস ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ মঙ্গলবার বিএসইসির ৭২৯তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।
সূত্র মতে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্র হচ্ছে ৩৫ কোটি টাকা। এর মাধ্য উদ্যোক্তা হিসাবে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ২৫ কোটি টাকা প্রদান করেছে। বাকি ১০ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে উত্তোলন করা হবে। ফান্ডটির প্রতি ইউনিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসাবে বাংলাদেশ রেস ম্যানেজমেননট পিসিএল এবং ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসাবে কাজ করছে সেনটিনেল ট্রাস্টি অ্যান্ড কাস্টডিয়াল সার্ভিসেস লিমিটেড।
Posted ৭:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ জুন ২০২০
bankbimaarthonity.com | saed khan