বিবিএ নিউজ.নেট | বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট | 453 বার পঠিত
সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত ২টি বে-মেয়াদি (Open-end) মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ফান্ড ২টি হচ্ছে-এমটিবি ইউনিট ফান্ড ও অ্যালায়েন্স সন্ধানী লাইফ ইউনিট ফান্ড।
সম্প্রতি সমাপ্ত ২০২০-২০২১ অর্থবছরের জন্য এমটিবি ইউনিট ফান্ড ইউনিটধারীদের ১৪ শতাংশ লভ্যাংশ দেবে। অন্যদিকে অ্যালায়েন্স সন্ধানী লাইফ ইউনিট ফান্ড দেবে ৯.৫ শতাংশ লভ্যাংশ।
সম্প্রতি তহবিল দুইটির ট্রাষ্টি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড সূত্রে এই তথ্য জানা গেছে।
গত ৩০ জুন, ২০২১ পর্যন্ত যেসব ইউনিটধারীর হাতে ফান্ড ২টির ইউনিট ছিল তাঁরা ঘোষিত এ লভ্যাংশ পাবেন।
ফান্ড ২টির ট্রাষ্টি হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ জেনারেল ইনসুরেন্স কোম্পানি। আর কাস্টোডিয়ান হিসেবে দায়িত্ব পালন করছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।
Posted ৫:০৬ অপরাহ্ণ | বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
bankbimaarthonity.com | rina sristy