নিজস্ব প্রতিবেদক: | শনিবার, ১৮ এপ্রিল ২০২০ | প্রিন্ট | 404 বার পঠিত
শেয়ারবাজারভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০১৯ সালের ব্যবসায় অর্জিত মুনাফার মাত্র ১৭ শতাংশ নগদ হিসেবে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রতিষ্ঠানটির ২০১৯ সালের প্রকাশিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ২০১৯ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ১.১৭ টাকা মুনাফা হয়েছে। এর বিপরীতে অভিহিত মূল্য ১০ টাকা বিবেচনায় প্রতিটি শেয়ারে ৪ শতাংশ (২% নগদ ও ২% বোনাস) লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কিন্তু শেয়ারপ্রতি ১.১৭ টাকার মুনাফা বিবেচনায় এই লভ্যাংশের পরিমাণ ৩৪ শতাংশ। এর মধ্যে ১৭ শতাংশ নগদ।
কোম্পানিটির ২০১৯ সালে শেয়ারপ্রতি ১.১৭ টাকা হিসেবে মোট ৩ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ৯২৪ টাকার নিট মুনাফা হয়েছে। অর্জিত মুনাফার ৪ শতাংশ হিসেবে শেয়ারপ্রতি ০.৪০ টাকা করে মোট ১ কোটি ৩২ লাখ ৮৯ হাজার ২০৪ টাকা বা ৩৪.১৮ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে থেকে ২ শতাংশ নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ০.২০ টাকা করে মোট ৬৬ লাখ ৪৪ হাজার ৬০২ টাকা বা ১৭.০৯ শতাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে। এছাড়া সমপরিমাণ বা ২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করায় একই পরিমাণ অর্থ পরিশোধিত মূলধন বাড়বে। বাকি ২ কোটি ৫৫ লাখ ৮১ হাজার ৭২০ টাকা বা ৬৫.৮১ শতাংশ রিজার্ভে যোগ হবে।
এদিকে কোম্পানিটির পর্ষদ ২০১৮ সালের ব্যবসায় শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করেছিল। ওই বছর কোম্পানিটি ৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করলেও এবার ২ শতাংশ বোনাসের পাশাপাশি ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
উল্লেখ্য, ২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৩৩ কোটি ২২ লাখ ৩০ হাজার টাকা।
Posted ১২:১২ অপরাহ্ণ | শনিবার, ১৮ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | rina sristy