নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২২ আগস্ট ২০২০ | প্রিন্ট | 318 বার পঠিত
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেনি পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত ওই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস (ঊচঝ) হয়েছে ১৭ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২ টাকা ৫৮ পয়সা।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ৮ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১ টাকা ১৭ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৮ টাকা ৯৬ পয়সা।
আগামী ৩০ সেপ্টেম্বর, বুধবাল সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ সেপ্টেম্বর, সোমবার।
Posted ৩:১৯ অপরাহ্ণ | শনিবার, ২২ আগস্ট ২০২০
bankbimaarthonity.com | saed khan