নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৮ নভেম্বর ২০২০ | প্রিন্ট | 300 বার পঠিত
কাট অফ প্রাইস নির্ধারিত হওয়া লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের আইপিওর অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে বিডিংয়ে লুব-রেফের শেয়ার ৫০ টাকার বেশি প্রস্তাবকারী এলিজেবল ইনভেস্টরদের তলব করেছে কমিশন।
আজ বুধবার (১৮ নভেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৯তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
কমিশনের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব¡) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের ১৫০ কোটি টাকা মূলধন উত্তোলনের জন্য বুক বিল্ডিং পদ্ধতিতে ৪ কোটি ৫২ লাখ ৪৩ হাজার ১৪৪টি সাধারণ শেয়ার প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ইস্যুর লক্ষ্যে সংশ্লিষ্ট কোম্পানির প্রসপেক্টাস প্রকাশ করার প্রস্তাব অনুমোদন করেছে।
উল্লেখ্য, যে সকল উপযুক্ত বিনিয়োগকারী (এলিজেবল ইনভেস্টর) ৫০ টাকার ঊর্ধ্বে বিডিং করেছে, সেসকল উপযুক্ত বিনিয়োগকারীকে কমিশনের ডিরেক্টিভ বিএসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/২০৪, ২০ ফেব্রুয়ারি ২০১৮ অনুযায়ী মিটিং করেছে কিনা সে বিষয়ে ব্যাখ্যা তলবের সিদ্ধান্ত গৃহীত হয়।
Posted ৫:৩২ অপরাহ্ণ | বুধবার, ১৮ নভেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan