নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট | 271 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পনি বেক্সিমকো ফার্মা লিমিটেডের। যে কারণে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে । আজ কোম্পানিটির মোট ৫০ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ সোমবার কোম্পানিটি মোট ৪৩ লাখ ৮ হাজার শেয়ার হাতবদল করেছে। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া যায়।
জানা যায়, তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৩৩ লাখ ৩০ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৪ কোটি ৩৬ লাখ টাকা।
ব্রাক ব্যাংক তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৭১ লাখ ২৫ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩১ কোটি ৩৮ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে ওরিয়ন ইনফিউশন, খুলনা পাওয়ার কোম্পানি, ইউনাইটেড পাওয়ার, ওরিয়ন ফার্মা, ডিবিএইচ, নাহি অ্যালুমিনিয়াম ও স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড।
Posted ৪:৩০ অপরাহ্ণ | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan