নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৯ আগস্ট ২০২০ | প্রিন্ট | 371 বার পঠিত
নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শীর্ষে অবস্থান করছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মা। এদিন এ কোম্পানির সর্বোচ্চ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ বুধবার এ কোম্পানির মোট ৮২ লাখ ১০ হাজার ২৬৩টি শেয়ার ৫ হাজার ৮১০বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৯৩ কোটি ৬৬ লাখ ৪৪ হাজার টাকা। যা আজ একক কোম্পানি হিসেবে সর্বোচ্চ টাকার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ওষুধ ও রসায়ন খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মূলধন এক হাজার ৫০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪০৫ কোটি ৫৫ লাখ ৬০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ২ হাজার ২৬ কোটি ৫১ লাখ টাকা। এ কোম্পানির ৪০ কোটি ৫৫ লাখ ৫৬ হাজার ৪৪৫টি শেয়ারের মধ্যে ১৩.১৯ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৩৬.৪৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ৩৪.০৭ শতাংশ বিদেশি এবং ১৬.৩০ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
নিচে আজকের লেনদেনের ক্ষেত্রে টপ২০ তালিকা দেয়া হলো:
Posted ৫:২৮ অপরাহ্ণ | বুধবার, ১৯ আগস্ট ২০২০
bankbimaarthonity.com | saed khan