নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১ | প্রিন্ট | 648 বার পঠিত
ধারাবাহিক লোকসানের কবলে শেয়ারবাজারে তালিকাভুক্ত মিরাকল ইন্ডাস্ট্রিজ। গত অর্থবছরের মত চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২০) লোকসান দেখিয়েছে কোম্পানিটি। তবে গত বছরের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ৬৮ শতাংশ কমেছে। গত বছরের একই সময়ের তুলনা সম্পদমূল্য কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭৪ পয়সা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ২ টাকা ৩১ পয়সা। এ হিসাবে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান এক টাকা ৫৭ পয়সা বা ৬৮ শতাংশ কমেছে। ৩১ ডিসেম্বর ২০২০ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৬৩ পয়সা। গত বছরের একই সময় যার পরিমাণ ছিল ৩১ টাকা ৯৩ পয়সা। অর্থৎ গত বছরের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য কমেছে ৩০ পয়সা।
বিবিধ খাতের ‘বি’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ৫০ কোটি টাকা ও ৩৫ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৭৭ কোটি ২২ লাখ টাকা। এ কোম্পানির ৩ কোটি ৫২ লাখ ১৮ হাজার ৫৭টি শেয়ারের মধ্যে ৩০.০০ শতাংশ উদ্যোক্তা পরিচালক এবং ৭০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
Posted ১০:৪৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১
bankbimaarthonity.com | saed khan