নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২১ নভেম্বর ২০২২ | প্রিন্ট | 107 বার পঠিত
শেয়ারবাজারের লেনদেনের মধ্যস্থাকারী শীর্ষ ব্রোকার প্রতিষ্ঠানগুলোর সাথে বিকেলে বৈঠক করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ সোমবার বিকাল ৩ টা ৩০ মিনিটে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে কয়েকটি শীর্ষ ব্রোকারের প্রধান নির্বাহীরা নিশ্চিত করেছেন।
তবে বিএসইসির কমিশনার ও মূখপাত্র এ বৈঠকের বিষয়ে অবগত নয় বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। বিএসইসির কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ বলেন, বিএসইসির সাথে আজ ব্রোকারদের কোন বৈঠক নেই। যারা বাজারে এই গুজব ছড়াচ্ছে তা সঠিক নয়।
তবে বৈঠকের বিষয়ে ইবিএল সিকিউরিটিজের এমডি মো. ছাইদুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, আজ বিকেলে বিএসইসির সাথে শীর্ষ ব্রোকারদের একটি বৈঠক রয়েছে। বৈঠকটি কার সাথে রয়েছে তা বৈঠক শেষে আমরা জানাবো।
এছাড়াও, আজ বিএসইসির সাথে শীর্ষ ব্রোকারদের বৈঠক রয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ইউসিবি স্টকের প্রধান নির্বাহী রহমত পাশা।
Posted ১:০২ অপরাহ্ণ | সোমবার, ২১ নভেম্বর ২০২২
bankbimaarthonity.com | rina sristy