বিবিএনিউজ.নেট | বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৯ | প্রিন্ট | 685 বার পঠিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, ভাষণ ও লেখনি থেকে বাছাই করা উদ্বৃতি নিয়ে বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশিত দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। এতে স্থান পেয়েছে দেশে ও আন্তজার্তিক পর্যায়ে শেখ হাসিনার করা নানা উদ্ধৃতি।
‘শেখ হাসিনা: নির্বাচিত উক্তি’ ও ‘শেখ হাসিনা: সিলেক্টেড সেয়িংস’ বই দুটির সংকলন ও সম্পাদনা করেছেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া ও সৈয়দ মঞ্জুরুল ইসলাম। মুখবন্ধ লিখেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার তার সংসদ ভবনের কার্যালয়ে বই দুটির মোড়ক উন্মোচন করেন বলে জানিয়েছেন তার উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য ও লেখা থেকে ১১৫টি বিষয়ে এই বইয়ের উদ্বৃতি সংগ্রহ করা হয়েছে। এতে প্রশাসন, রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সেনাবাহিনী, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রয়েছে।
তুষার বলেন, ছাত্রছাত্রী, পেশাজীবী ও রাজনৈতিক নেতাকর্মীদের জন্য বইটি বিশেষ দিক নির্দেশনা হিসেবে ভূমিকা রাখবে।
বই দুটি পাঠক সমাবেশ থেকে প্রকাশিত হয়েছে।
Posted ২:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৯
bankbimaarthonity.com | Sajeed