বিবিএনিউজ.নেট | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯ | প্রিন্ট | 440 বার পঠিত
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে স্মারক গ্রন্থ ‘আলোর পথযাত্রী’র মোড়ক উন্মোচন করা হয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে সংবাদ সম্মেলনের আগে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বইটির মোড়ক উন্মোচন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। সেইসঙ্গে একটি অ্যাপও উদ্বোধন করেন তিনি।
স্মারক গ্রন্থটির প্রকাশক জয়ীতা প্রকাশনীর ইয়াসিন কবীর জয়, গ্রন্থটির সম্পাদক কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও পদ্মা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত এবং ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শেখ হাসিনার সংগ্রামী-কর্মময় জীবনের প্রামাণ্য চিত্রগাঁথা ‘আলোর পথযাত্রী’। তার বিপুল কর্মময় জীবনের বিশেষ মুহূর্তগুলোকে বহু আলোকচিত্রী নানাভাবে ক্যামেরায় ধারণ করেছেন। পাশাপাশি ফটোসাংবাদিক ইয়াসিন কবীর জয়ের নিজস্ব সংগ্রহও রয়েছে। এর মধ্য থেকে বাছাই করে পাঁচ শতাধিক আলোকচিত্র আটটি পর্বে বিন্যস্ত করা হয়েছে এই গ্রন্থে। উদ্দেশ্য, জন্মদিনে শেখ হাসিনার বহুমাত্রিক কর্মের মুহূর্তগুলো স্মরণের আলোয় ফিরিয়ে আনার ভেতর দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন।
পর্বগুলোর শিরোনাম
সেই যে আমার নানা রঙের দিনগুলো, মহিমা তব উদ্ভাসিত, মুক্তিসংগ্রামের অগ্রদূত, গণতন্ত্রের পথে অভিযাত্রা, ফিনিক্স পাখির গান : ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর গল্প, ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ : বিশ্বজোড়া সম্প্রীতি, ভুবনময় সুখ্যাতি, মাদার অব হিউম্যানিটি ও অন্য আলোয় শেখ হাসিনা।
৩৬০ পৃষ্ঠার বইটিতে আরও রয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একটি তথ্যবহুল সংক্ষিপ্ত জীবনী ও সৈয়দ শামসুল হকের ‘আহা, আজ কী আনন্দ অপার!’ কবিতাটি।
জয়ীতা প্রকাশনীর স্মারক গ্রন্থ ‘আলোর পথযাত্রী’র সম্পাদনা, প্রচ্ছদ ও অঙ্গপরিকল্পনা করেছেন শাহরিয়ার খান বর্ণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা এবার ৭২ পেরিয়ে ৭৩ এ পা রাখলেন। ১৯৮১ সালে যখন তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, বস্তুত তখন থেকেই এ দেশ ও জাতির ভবিষ্যৎও তার জীবনের সঙ্গে জড়িয়ে যায়। তিনি রাষ্ট্রক্ষমতায় বা ক্ষমতার বাইরে থেকে নিরন্তর দেশের গণতন্ত্রায়ণ এবং উন্নয়নের নিমিত্তে কাজ করে চলেছেন।’
‘এ বিষয়টি আজ দেশবাসীর কাছে স্পষ্ট প্রতিভাত হয়েছে যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা, সিদ্ধান্ত, উদ্যোগ ও পদক্ষেপগুলোর কেন্দ্রে রয়েছে দেশ ও দেশের মানুষের সর্বাঙ্গীণ কল্যাণ। এ ক্ষেত্রে যে সাফল্য তিনি অর্জন করেছেন, তা আজ সারাবিশ্বের কাছেই বিস্ময়কর বলে প্রশংসিত হয়েছে। অনুসৃত হচ্ছে তার কর্মপদ্ধতি। কাজেই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন এখন বাংলা ও বাঙালিরই এক অনন্য উদযাপনের দিনে রূপান্তরিত হয়েছে।’
বইটি পড়া ও ডাউনলোড করার জন্য alorpathojatri.info/book.html#book এই লিঙ্কে ক্লিক করুন।
Posted ১২:২৪ অপরাহ্ণ | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed