সোমবার ১ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

শোকজের পরেও বেড়ে চলেছে ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার দর

  |   বৃহস্পতিবার, ১০ জানুয়ারি ২০১৯   |   প্রিন্ট   |   803 বার পঠিত

শোকজের পরেও বেড়ে চলেছে ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার দর

কয়েক কার্যদিবস ধরেই টানা বেড়ে চলেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার দর। এমনকি গত ১৪ কার্যদিবসে কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে প্রায় ৮৯ শতাংশ। এছাড়াও গত এক বছরের সবোর্চ্চ দরে অবস্থান করছে ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার দর।

ইতিমধ্যে কোম্পানির শেয়ার দর বৃদ্ধির কারণ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শোকজ করেছে। তারপরও থামছে না কোম্পানির শেয়ার দর।

তাছাড়াও অনেকবারই কোম্পানিটি শেয়ার দর বৃদ্ধি পেয়ে গেইনারের শীর্ষে উঠে এসেছে। বুধবারও কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে। এদিন কোম্পানির শেয়ার দর ৩.২০ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়ে দর বৃদ্ধি বা গেইনারের শীর্ষে উঠে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর ওয়েবসাইড তথ্যানুযায়ী, গতকাল ৮ জানুয়ারী কোম্পানির শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোন প্রকার মূল্য সংবেদনশীল তথ্য আছে কিনা তা জানতে কোম্পানিকে শোকজ করে ডিএসই। কিন্তু শেয়ার দর বাড়ার পিছনে কোন প্রকার মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানায় কোম্পানিটি।

দেখা যায়, গত বছরের ১৮ ডিসেম্বর থেকে টানা বাড়ছে ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার দর। ওইদিন কোম্পানিটির শেয়ার দর যেখানে ছিল ২২.৮০ টাকা। তা আজ ৯ জানুয়ারী পর্যন্ত বেড়ে দাঁড়ায় ৪৩ টাকায়। সে হিসেবে গত ১৪ কার্যদিবসে কোম্পানির শেয়ার দর বেড়েছে ২০.২০ টাকা বা ৮৮.৫৯ শতাংশ।

আজ বুধবার কোম্পানিটি ৩৩৫ বারে ১৬ লাখ ৪১ হাজার ৩৮৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৭৭ লাখ ১৬ হাজার টাকা। দিনভর কোম্পানির শেয়ার দর ৩৯.৭০ টাকা থেকে ৪৩ টাকায় উঠানামা করে সর্বশেষ ৪৩ টাকায় লেনদেন হয়।

উল্লেখ্য, এ কোম্পানিটির অনুমোদন মূলধন রয়েছে ৫০ কোটি টাকা আর পরিশোধিত মূলধনের পরিমাণ রয়েছে ৪২ কোটি টাকা। এ কোম্পানির ৪৫.৫৬ শতাংশ শেয়ার উদ্যোক্তা পারিচালকের কাছে, ২৫.৮৯ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে এবং ২৮.৫৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে।

এদিকে, ডিএসইতে আজ গেইনারের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৯.৯৬ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৯.৮২ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৯.৬৭ শতাংশ, বেঙ্গল উন্ডসোর থার্মোপ্লাস্টিকের ৯.৪৯ শতাংশ, বিডি ল্যাম্পসের ৮.৭১ শতাংশ, নর্দার্ণ ইন্স্যুরেন্সের ৭.৯০ শতাংশ, এটলাস বাংলাদেশের ৭.৮৬ শতাংশ, বিকন ফার্মাসিটিক্যালের ৭.০২ শতাংশ, অলেম্পিক ইন্ডাস্ট্রিজের ৬.৯৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ জানুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।