শনিবার ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সপরিবারে করোনামুক্ত হলেন নাসা গ্রুপের চেয়ারম্যান

বিবিএনিউজ.নেট   |   বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০   |   প্রিন্ট   |   292 বার পঠিত

সপরিবারে করোনামুক্ত হলেন নাসা গ্রুপের চেয়ারম্যান

প্রাণঘাতী করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন নাসা গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।

তিনি বেসরকারি খাতের এক্সিম ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সেরও (বিএবি) চেয়ারম্যান। এছাড়া তার স্ত্রী, পুত্র ও পুত্রবধূও করোনামুক্ত হয়েছেন।

সর্বশেষ পরীক্ষায় তাদের সবার করোনা নেগেটিভ এসেছে বলে বুধবার নজরুল ইসলাম মজুমদারের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, মে মাসের শেষ সপ্তাহে নজরুল ইসলাম মজুমদার ও তার পরিবারের সদস্যরা করোনা আক্রান্ত হন। নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাসরিন ইসলাম বাসায় চিকিৎসা নেন। তবে তার ছেলে ওয়ালিদ ইবনে ইসলাম এবং তার স্ত্রী রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সর্বশেষ পরীক্ষায় তাদের সবার করোনা নেগেটিভ এসেছে। এখন তারা সবাই সুস্থ।

বেসরকারি খাতের এক্সিম ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের (বিএবি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন নজরুল ইসলাম মজুমদার। এছাড়া তার স্ত্রী নাসরিন ইসলাম এক্সিম ব্যাংকের উদ্যোক্তা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের মালিকানাধীন দেশের অন্যতম বৃহৎ তৈরি শিল্প প্রতিষ্ঠান নাসা গ্রুপ। তার ছেলে ওয়ালিদ ইবনে ইসলাম নাসা গ্রুপের বিপণন বিভাগের দায়িত্ব পালন করছেন। এ গ্রুপের কারখানাগুলোতে প্রায় ৩০ হাজার শ্রমিক কর্মরত। এছাড়া বস্ত্র ও তৈরি পোশাক, ব্যাংক, শেয়ারবাজার, আবাসন, শিক্ষা ও পর্যটন খাতে বিনিয়োগ রয়েছে নজরুল ইসলাম মজুমদারের।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১১:১০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(11192 বার পঠিত)

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।