বৃহস্পতিবার ৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সপ্তাহজুড়ে ব্যাপক দরপতনের কারণে টালমাটাল শেয়ারবাজার

  |   শনিবার, ২৩ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   39 বার পঠিত

সপ্তাহজুড়ে ব্যাপক দরপতনের কারণে টালমাটাল শেয়ারবাজার

দেশের শেয়ারবাজারে বিদায়ী সপ্তাহে (১৮-২১ মার্চ) ব্যাপক দরপতনের কারণে টালমাটাল দেশের শেয়ারবাজার। গত সপ্তাহে মাত্র ৪ কার্যদিবস শেয়ার লেনদেন হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বিদায়ী সপ্তাহের রোববার দেশের শেয়ারবাজার বন্ধ ছিল। বিদায়ী সপ্তাহে উভয় স্টক এক্সচেঞ্জেই সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৬.৩৮ পয়েন্ট বা ০.৪৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৬৮.০৪ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৬.৭৭ পয়েন্ট বা ০.৫২ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ২৯৯.৮০ পয়েন্টে।

ডিএসই-৩০ সূচক ৬.১৪ পয়েন্ট বা ০.৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫১.৫৮ পয়েন্টে।

এছাড়া, ডিএসএমইএক্স সূচক ১০.৫৪ পয়েন্ট বা ০.৬৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫২৬.০০পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ১৩৩টি, কমেছে ২২৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৫ কোটি ৭০ লাখ ৪০ হাজার শেয়ার ৭ লাখ ১১ হাজার ৭৩৭বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৯৮৫ কোটি ১৪ লাখ ১০ হাজার টাকা।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৭৯৩ কোটি ৮৮ লাখ ১০ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৮০৮ কোটি ৭৪ লাখ টাকা বা ২৮.৯৪ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৯ হাজার ৬৩৫ কোটি ৪৬ লাখ ৫৩ হাজার ৬৪৫ টাকা।

আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯২ হাজার ৫৪০ কোটি ৪ লাখ ৪ হাজার টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৭ হাজার ৯৫ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকা বা ১.০১ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫৩.১৭ পয়েন্ট বা ০.৮৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৩৭.১৯ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ৯৩.৭৮ পয়েন্ট বা ০.৯১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ হাজার ১৬৮.১১ পয়েন্টে।

অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ১০.১৫ পয়েন্ট বা ০.৮৪ শতাংশ এবং সিএসআই সূচক ১৩.৮১ পয়েন্ট বা ১.২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ১৯৯.৮৩ পয়েন্টে এবং এক হাজার ৯৪.৬৯ পয়েন্টে।

এছাড়া সিএসই-৩০ সূচক ৪২.৯৪ পয়েন্ট বা ০.৩৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৭৬৮.৯৮ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ১০৪টি, কমেছে ১৮৬৪টি এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৬ কোটি ১ লাখ ৯৬ হাজার ৩৫৮ টাকার।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭৪ কোটি ৯০ লাখ ৪৬ হাজার ৯৩৯ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৮ কোটি ৮৮ লাখ ৫০ হাজার ৫৮১ টাকা বা ১১.৮৬ শতাংশ কমেছে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১১:৪২ পূর্বাহ্ণ | শনিবার, ২৩ মার্চ ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।