| শুক্রবার, ১০ মার্চ ২০২৩ | প্রিন্ট | 76 বার পঠিত
সপ্তাহজুড়ে ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) পিই রেশিও (সার্বিক মূল্য আয় অনুপাত ) বেড়েছে।
ডিএসই সূত্রে সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগের সপ্তাহের চেয়ে বিদায়ী সপ্তাহে (৫-৯ মার্চ’২০২৩) ডিএসইস সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ১.৭৯ বা ০.০৮ পয়েন্ট।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৪ দশমিক ৪০ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৪ দশমিক ৩২ পয়েন্ট।
খাতভিত্তিক হিসাবে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও ৭.৭৭ পয়েন্টে, সিমেন্ট খাতে ৪৫.৮১ পয়েন্ট এবং সিরামিকস খাতে ৩৮.৯৬ পয়েন্ট অবস্থান করছে।
এছাড়া, প্রকৌশল খাতে ৩৮.৯৬ পয়েন্ট, খাদ্য খাতে ২০.০৪ পয়েন্ট এবং জ্বালানি-বিদ্যুৎ খাতে ১৯.৩২ পয়েন্ট অবস্থান করছে।
অন্য খাতগুলোর মধ্যে- সাধারণ বিমা খাতে ১৫.৫৬ পয়েন্ট, জীবনবীমা খাতে ৭৫.৭৮ শতাংশ, আইটি খাতে ৩১.৩৮ পয়েন্ট, বিবিধ খাতে ২০.৬৯ পয়েন্ট এবং আর্থিক খাতে ৩৫.৫৮ পয়েন্টে অবস্থান করছে।
সপ্তাহজুড়ে ওষুধ ও রসায়ন খাতে ১৮.১৭ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ২১.৫৬ পয়েন্ট, ট্যানারি খাতে ৫০.৯৭ পয়েন্ট এবং টেলিকমিউনিকেশন খাতে ১৬.৯২ পয়েন্টে অবস্থান করছে।
Posted ১১:৩৭ অপরাহ্ণ | শুক্রবার, ১০ মার্চ ২০২৩
bankbimaarthonity.com | saed khan