নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১১ জুলাই ২০২১ | প্রিন্ট | 331 বার পঠিত
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১৫ কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো- ব্রিটিশ আমেরিকান টোবাকো, রেনাটা ফার্মা, সোনালী পেপার, প্রাইম ব্যাংক, বিকন ফার্মা, সাফকো স্পিনিং, লিল্ডে বিডি, ব্র্যাক ব্যাংক, বিডি ফাইন্যান্স, বেক্সিমকো লিমিটেড, ফরচুন সুজ, এশিয়া ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্সুরেন্স, ফনিক্স ফাইন্যান্স ও কাট্টালি টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে ব্রিটিশ আমেরিকান টোবাকোর দুই দিনে ৫৬ কোটি ৬৩ লক্ষ ১১ হাজার টাকার শেয়ার, রেনাটা ফার্মার ৫২ কোটি ৬৭ লক্ষ ৬০ হাজার টাকার, সোনালী পেপারের দুই দিনে ৩৭ কোটি ৩৭ লক্ষ ৮৫ হাজার টাকার, প্রাইম ব্যাংকের ১০ কোটি ৩৮ লক্ষ টাকার, বেক্সিমকোর ৯ কোটি ৮৭ লক্ষ ২২ হাজার টাকার, বিকন ফার্মার ৮ কোটি ৫৮ লাখ ৯৯ হাজার, সাফকো স্পিনিংয়ের ৬ কোটি টাকার, লিল্ডে বিডির ৫ কোটি ৭০ লক্ষ ২৯ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৫ কোটি ৩৯ লক্ষ ৮৩ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৫ কোটি ২৮ লক্ষ টাকার, ফরচুন সুজের ৮ কোটি ৯০ লক্ষ ৬৫ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ৪ কোটি ৬০ লক্ষ ৭২ হাজার টাকার, ইস্টার্ন ইন্সুরেন্সের ৪ কোটি ২০ লক্ষ ২৩ হাজার টাকার, ফনিক্স ফাইন্যান্সের ৩ কোটি ৫৫ লক্ষ ৯৪ হাজার টাকার এবং কাট্টালি টেক্সটাইলের ৩ কোটি ১০ লক্ষ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ১:৪৭ অপরাহ্ণ | রবিবার, ১১ জুলাই ২০২১
bankbimaarthonity.com | saed khan