শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Ad
x

সপ্তাহজুড়ে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২২ আগস্ট ২০২০   |   প্রিন্ট   |   317 বার পঠিত

সপ্তাহজুড়ে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন

দেশের উভয় শেয়ারবাজারে সপ্তাহজুড়ে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন ৩১ শতাংশ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৮ শতাংশ বেড়েছে। আর সপ্তাহ শেষে বিনিয়োগকারীরা ১০ হাজার ৩১৯ কোটি ৫৪ লাখ ৯৯ হাজার টাকা বাজার মূলধন ফিরে পেয়েছে।

গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯০.৭৫ পয়েন্ট বা ১.৯৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৯৪.০৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১১.৮৮ পয়েন্ট বা ১.০৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৫২.৭৬ পয়েন্ট বা ৩.৩১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১০০.৩৪ পয়েন্টে এবং ১৬৪৭.০৭ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫ হাজার ৮৯৮ কোটি ০০ লাখ ৯৪ হাজার ০৪৬ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১ হাজার ৩৯৩ কোটি ১১ লাখ ৬৩ হাজার ২৯৫ টাকা বা ৩০.৯২ শতাংশ বেশি হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ৫০৪ কোটি ৮৯ লাখ ৩০ হাজার ৭৫১ টাকার।

এদিকে গত সপ্তাহে গড় লেনদেন হয়েছে ১ হাজার ১৭৯ কোটি ৬০ লাখ ১৮ হাজার ৮০৯ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ১ হাজার ১২৬ কোটি ২২ লাখ ৩২ হাজার ৬৮৮ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৫৩ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার ১২১ টাকা বেশি হয়েছে।

সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৫৯ হাজার ৭৮৯ কোটি ৭৪ লাখ ৪৫ হাজার টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন ছিল ৩ লাখ ৫৫ হাজার ৮৭ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন ৪ হাজার ৭০২ কোটি ৯ লাখ ৫৯ হাজার টাকা বা ১.৩২ শতাংশ বেড়েছে।

গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৫৯টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮২টির বা ৫০.৬৯ শতাংশের, কমেছে ১৬২টির বা ৪৫.১২ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির বা ৪.১৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৬৯ কোটি ৫৮ লাখ ৪৪ হাজার ৪৭৮ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৫৬ কোটি ৮১ লাখ ৬২ হাজার ৬৭১ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১২ কোটি ৭৬ লাখ ৮১ হাজার ৮০৭ টাকা বা ৮.১৪ শতাংশ বেড়েছে।

সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৩৫.৫৪ পয়েন্ট বা ২.৫১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৯৩.৬৪ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৯২.৯৭ পয়েন্ট বা ২.৩৯ শতাংশ, সিএসই-৩০ সূচক ২৫৪.৪৬ পয়েন্ট বা ২.২১ শতাংশ, সিএসই-৫০ সূচক ২৮.৩৯ পয়েন্ট বা ২.৯২ শতাংশ এবং সিএসআই ১২.৭১ পয়েন্ট বা ১.৪৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৮ হাজার ২৬৫.৯০ পয়েন্টে, ১১ হাজার ৭৩৭.৯৪ পয়েন্টে, ১০০০.২৮ পয়েন্টে এবং ৮৮৪.৩৮ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭৪টির বা ৫৪.৮৮ শতাংশের দর বেড়েছে, ১১৮টির বা ৩৭.২২ শতাংশের কমেছে এবং ২৫টির বা ৭.৮৮ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

সপ্তাহ শেষে সিএসইর বাজার মূলধন ৫ হাজার ৬১৭ কোটি ৪৫ লাখ ৪০ হাজার টাকা বা ১.৯৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯০ হাজার ৮৯২ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকায়। আগের সপ্তাহে সিএসইর বাজার মূলধন ছিল ২ লাখ ৮৫ হাজার ২৭৫ কোটি ১১ লাখ ৪০ হাজার টাকায়।

Facebook Comments Box
top-1
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১২:৫২ অপরাহ্ণ | শনিবার, ২২ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।