বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Ad
x

সপ্তাহজুড়ে সূচক বাড়লেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৭ আগস্ট ২০২১   |   প্রিন্ট   |   268 বার পঠিত

সপ্তাহজুড়ে সূচক বাড়লেও কমেছে লেনদেন

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬ হাজার ৫০০ পয়েন্টের মাইলফলক অতিক্রম করেছে। সপ্তাহজুড়ে সূচকটি ১৭০.৮২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৯৬ পয়েন্টে অবস্থান করছে। যা সূচকটির ইতিহাসে সর্বোচ্চ অবস্থান। অন্যদিকে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমলেও বেড়েছে গড় লেনদেনের পরিমাণ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মাত্র ৩ কর্মদিবস লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে ৫ কর্মদিবস লেনদেন হয়েছিল। গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন ২ হাজার ৩৩৭ কোটি ৯৯ লাখ ৮৫ হাজার টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৪২৫ কোটি ৭৩ লাখ ৪১ হাজার টাকার। এই হিসাবে ডিএসইতে গড় লেনদেন বেড়েছে ৬৩.৯৯ শতাংশ।

এদিকে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন হয়েছে ৭ হাজার ১৩ কোটি ৯৯ লাখ ৫৭ হাজার ৩৯৬ টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৭ হাজার ১২৮ কোটি ৬৭ লাখ ৫ হাজার ৬৬৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১১৪ কোটি ৬৭ লাখ ৪৮ হাজার টাকার বা ১.৬১ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৭০ দশমিক ৮২ পয়েন্ট বা ২ দশমিক ৬৬ শতাংশ বেড়েছে।

আলোচিত সপ্তাহে বাজারমূলধনে শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৫৮ দশমিক ০২ পয়েন্ট বা ২ দশমিক ৪৯ শতাংশ বেড়ে ২ হাজার ৩৮৫ দশমিক ৯০ পয়েন্টে উঠেছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক বেড়েছে ৩৮.৩০ পয়েন্ট বা ২ দশমিক ৭৩ শতাংশ।

ডিএসইতে গত সপ্তাহে ৩৮১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ২৮৩টির, কমেছে ৮৩টির। আর ১১টির দাম ছিল অপরিবর্তিত।

Facebook Comments Box
top-1
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১:০১ অপরাহ্ণ | শনিবার, ০৭ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।