বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Ad
x

সপ্তাহজুড়ে সূচক বাড়লেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২১ আগস্ট ২০২১   |   প্রিন্ট   |   226 বার পঠিত

সপ্তাহজুড়ে সূচক বাড়লেও কমেছে লেনদেন

বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে লেনদেন হওয়া চার কার্যদিবসের মধ্যে শেষ দুই কার্যদিবসই পতন হয়েছে। কিন্তু বাকি দুই কার্যদিবস উত্থান হলেও সপ্তাহ শেষে টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহ থেকে কমেছে। সপ্তাহজুড়ে বাজার মূলধন ১৮ শত কোটি টাকা ফিরেছে।

জানা যায়, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৪৭ হাজার ৮৬৮ কোটি ৬৬ লাখ ৯২ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৪৯ হাজার ৭২১ কোটি ৬২ লাখ ৪ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ১ হাজার ৮৫২ কোটি ৯৫ লাখ ১২ হাজার টাকা বাজার মূলধন ফিরেছে।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০ হাজার ৩১১ কোটি ৮৫ লাখ ২৫ হাজার ৫৯৫ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১০ হাজার ৬৫৪ কোটি ১৭ লাখ ৬৭ হাজার ৯০৭ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৩৪২ কোটি ৩২ লাখ ৪২ হাজার ৩১২ টাকা বা ৩.২১ শতাংশ কমেছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬১.২৩ পয়েন্ট বা ০.৯১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৬০.৬২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.৩০ পয়েন্ট বা ০.১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়ে এক হাজার ৪৬১.৩৪ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ৪.০৩ পয়েন্ট বা ০.১৭ শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার ৪২৩.৫৫ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৭৮টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২২৪টির বা ৫৯.২৬ শতাংশের, কমেছে ১৪৩টির বা ৩৭.৮৩ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১১টির বা ২.৯২ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪০৭ কোটি ৩৩ লাখ ৬৯ হাজার ৯৪৬ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪০৮ কোটি ৩৯ লাখ ৩৭ হাজার ২৬২ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১ কোটি ৫ লাখ ৬৭ হাজার ৩১৬ টাকা কমেছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯৭.৮৫ পয়েন্ট বা ১.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭১৩.২৪ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১১৮.৪৬ পয়েন্ট বা ১.০১ শতাংশ, সিএসই-৩০ সূচক ৮৫.৬০ পয়েন্ট বা ০.৫৯ শতাংশ, সিএসই-৫০ সূচক ৯.৪৬ পয়েন্ট বা ০.৬৭ শতাংশ এবং সিএসআই ৯.০৮ পয়েন্ট বা ০.৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৮২০.৫২ পয়েন্ট, ১৪ হাজার ৪৭৮.৩৯ পয়েন্টে, এক হাজার ৪২৭.৯০ পয়েন্টে এবং এক হাজর ২৪৭.০৪ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮০টির বা ৫২.৩৩ শতাংশের দর বেড়েছে, ১৪৩টির বা ৪১.৫৭ শতাংশের কমেছে এবং ২১টির বা ৬.১০ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

Facebook Comments Box
top-1
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১২:৩৯ অপরাহ্ণ | শনিবার, ২১ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।