নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৪ জুলাই ২০২১ | প্রিন্ট | 382 বার পঠিত
বিদায়ী সপ্তাহে ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১১টি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো- ফনিক্স ফাইন্যান্স, পপুলার লাইফ, পাইওনিয়ার ইন্সুরেন্স, রূপালী ব্যাংক, প্রাইম লাইফ ইন্সুরেন্স, ঢাকা ডাইং, প্রগতি লাইফ ইন্সুরেন্স, পূরবী ইন্স্যুরেন্স, ন্যাশনাল ব্যাংক, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
১. ফনিক্স ফাইন্যান্স :ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৬ শতাংশ ক্যাশ এবং ৬ শতাংশ স্টক ডিভিডেন্ড।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৬ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৭৯ পয়সা।
আগামী ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ জুলাই।
২. পপুলার লাইফ:পপুলার লাইফ ইন্সুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২০ অর্থবছরের জন্য ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭৭ পয়সা। আগের বছর কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ছিল ৩ টাকা ৮২ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৮ টাকা ৯০ পয়সা।
আগামী ২৪ আগষ্ট ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ জুলাই।
৩. পাইওনিয়ার ইন্সুরেন্স:পাইওনিয়ার ইন্সুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২০ অর্থবছরের জন্য ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ২০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭ টাকা ৬১ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ৪ টাকা ৮৯ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৪৯ টাকা ৭৫ টাকা। আগের বছর যা ছিল ৪৪ টাকা ৯ পয়সা।
আগামী ২৫ আগস্ট কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ জুলাই।
৪. রূপালী ব্যাংক লিমিটেড :কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪৯ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৩৮ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৪৪ টাকা ১০ টাকা। আগের বছর যা ছিল ৪১ টাকা ১৪ পয়সা। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ২০৬ টাকা ৫৩ পয়সা। আগের বছর যা ছিল ৭৫ টাকা ৩১ পয়সা (নেগেটিভ)।
আগামী ১৮ আগস্ট কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ জুলাই।
৫. প্রাইম ইসলামি লাইফ ইন্সুরেন্স :কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের আয় সম্পর্কিত অন্য কোন তথ্য ডিএসইতে প্রকাশ করেনি।
আগামী ২৩ আগস্ট কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ জুলাই।
৬. ঢাকা ডাইং লিমিটেড :কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
৩০ জুন, ২০২০ অর্থবছরের জন্য এই ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি। তবে কোম্পানিটি ২০১৯ ও ২০১৮ বছরের জন্য কোন ভিভিডেন্ড দেয়নি।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। আগের বছর কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ৪ টাকা ২৫ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৮ টাকা ৩৬ টাকা। আগের বছর যা ছিল ৮ টাকা ২১ পয়সা।
আগামী ৩০ জুলাই কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ জুলাই।
৭. প্রগতি লাইফ ইন্সুরেন্স:প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২০ অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের আয় সম্পর্কিত অন্য কোন তথ্য ডিএসইতে প্রকাশ করেনি।
ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ জুলাই।
৮. পূরবী ইন্স্যুরেন্স:পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২০ অর্থবছরের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ১৬ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ১ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২০ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৯ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ জুলাই।
৯. ন্যাশনাল ব্যাংক:ন্যাশনাল ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২০ অর্থবছরের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরে ব্যাংকটি চূড়ান্ত মুনাফা করেছে ৩৬১ কোটি ৮৩ লাখ টাকা। আগের বছর চুড়ান্ত মুনাফা করেছিল ৩৯১ কোটি ৩৩ লাখ টাকা।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৮ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ইপিএস ছিল ১ টাকা ৩৪ পয়সা।
আগামী ৩০ সেপ্টেম্বর সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ আগস্ট।
১০. গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড:গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি বোর্ড ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিট হোল্ডারদেরডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বিদায়ী বছরে প্রতিষ্ঠানের ফান্ডটির ইউনিট প্রতি লোকসান দেখানো হয়েছে ৯৯ পয়সা। এর ফলে ২০২০ সালের ৩০ জুন ফান্ডটির
ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ৯ টাকা ৭ পয়সা।
১১. ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড:ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি বোর্ড ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক হিসাব শেষে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮ পয়সা। ২০২০ সালের ৩০ জুন ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) মূল্য দাঁড়িয়েছে ৯ টাকা ৮ পয়সায়।
Posted ৪:৪৪ অপরাহ্ণ | রবিবার, ০৪ জুলাই ২০২১
bankbimaarthonity.com | saed khan