নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১১ জুন ২০২০ | প্রিন্ট | 425 বার পঠিত
নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের সামান্য উত্থান হয়েছে। আজ লেনদেন শেষে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে ডিএসইতে লেনদেন কমেছে ৮ কোটি টাকা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৩৯৬৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯১৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ০.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৩১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮টির, কমেছে ১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৯টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫১ কোটি ১০ লাখ ১৬ হাজার টাকা।
এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৩৯৬৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৯১৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৩৩২ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৫৯ কোটি ৪৪ লাখ ৪০ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ৮ কোটি টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮২৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১০৪টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮টির, কমেছে ১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১২ কোটি ৫৪ লাখ ৫৭ হাজার টাকা।
Posted ৩:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুন ২০২০
bankbimaarthonity.com | saed khan