নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 143 বার পঠিত
সংকটে থাকা পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত হয়ে নতুন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে।
রোববার (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় ব্যাংকটির চূড়ান্ত লাইসেন্স অনুমোদন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংকিং খাতে সুশাসন ও শৃঙ্খলা ফেরাতে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংককে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ-২০২৫ এর আওতায় আনা হয়। পরবর্তী সময়ে পাঁচ ব্যাংককে অকার্যকর ঘোষণা করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
গত ৯ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে এ পাঁচ ব্যাংককে একীভূত করে নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। এরপর ৯ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংক ‘লেটার অব ইনটেন্ট’ (এলওআই) ইস্যু করে। এলওআইয়ের শর্ত অনুযায়ী রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজে নিবন্ধন সম্পন্ন হয়েছে। মোট ৩৫ হাজার কোটি টাকা পরিশোধিত মূলধনের মধ্যে সরকারি অংশ হিসেবে ২০ হাজার কোটি টাকা ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে।
চূড়ান্ত লাইসেন্স পাওয়ার পর সরকারের সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়াকে নবগঠিত ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মতে, মূলধনের দিক থেকে সম্মিলিত ইসলামী ব্যাংক হবে দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত শরিয়াহভিত্তিক ব্যাংক। আমানতকারীদের আশ্বস্ত করে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ডিপোজিট সুরক্ষা অধ্যাদেশ–২০২৫ অনুযায়ী দুই লাখ টাকা পর্যন্ত আমানত সম্পূর্ণ নিরাপদ এবং একীভূতকরণের পর দ্রুতই তা পরিশোধ করা হবে। দুই লাখ টাকার বেশি আমানত কীভাবে পরিশোধ হবে—সে স্কিমও শিগগিরই প্রকাশ করা হবে।
কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, নিবিড় তত্ত্বাবধান ও পেশাদার ব্যবস্থাপনায় নতুন ব্যাংকটি দ্রুতই একটি আধুনিক, গতিশীল ও প্রতিযোগিতামূলক শরিয়াহভিত্তিক ব্যাংকে পরিণত হবে। সরকারের লক্ষ্য ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনা এবং খাতকে আরও শক্তিশালী, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক করা।
Posted ৩:৪৫ অপরাহ্ণ | সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy