নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৭ অক্টোবর ২০২০ | প্রিন্ট | 286 বার পঠিত
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ন্যাশনাল ফিড মিলস লিমিটেড। আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ২৯.৪১ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে শেয়ারটি গড়ে প্রতিদিন ৫ কোটি ৯৩ লাখ ১২ হাজার টাকার লেনদেন করে। আর পুরো সপ্তাহে কোম্পানিটি ২৯ কোটি ৬৫ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স। গত সপ্তাহে কোম্পানিটির সর্বোচ্চ দর বেড়েছে ২৮ দশমিক ৬৫ শতাংশ। কোম্পানিটির গড়ে প্রতিদিন ২১ কোটি ৫১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ১০৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ১৪ দশমিক ৮১ শতাংশ। কোম্পানিটি গড়ে প্রতিদিন ১ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটি ৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জিপিএইচ ইস্পাত, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, ন্যাশনাল টিউবস, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও ম্যারিকো বাংলাদেশ লিমিটেড।
Posted ১০:৪৮ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | saed khan