নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২০ নভেম্বর ২০২১ | প্রিন্ট | 244 বার পঠিত
বিদায়ী সপ্তাহে (১৪ থেকে ১৮ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক গেইনারের শীর্ষে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৫.৬০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৯.৬০ টাকা বা ৬০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মার ২১.৫৮ শতাংশ, ব্র্যাক ব্যাংকের ২০.১২ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৮.৮১ শতাংশ, ওয়ান ব্যাংকের ১৫.৭৫ শতাংশ, এনসিসি ব্যাংকের ১৪.৫৭ শতাংশ, ইনডেক্স এগ্রোর ১৪.১৯ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ১৪.০৪ শতাংশ, এবি ব্যাংকের ১৩.৪৮ শতাংশ এবং জেনেক্স ইনফোসিসের শেয়ার দর ১৩.১৩ শতাংশ বেড়েছে।
Posted ১:৩৩ পূর্বাহ্ণ | শনিবার, ২০ নভেম্বর ২০২১
bankbimaarthonity.com | saed khan