নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৫ জুন ২০২২ | প্রিন্ট | 147 বার পঠিত
বিদায়ী সপ্তাহে (১৯-২৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির বা গেইনারের শীর্ষে উঠে এসেছে মেঘনা ইন্সুরেন্স। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, সপ্তাহের শুরুতে মেঘনা ইন্সুরেন্সের উদ্বোধনী দর ছিল ১৯ টাকা ৩০ পয়সা। আর সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩০ টাকা ৯০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১১ টাকা ৬০ পয়সা বা ৬০.১০ শতাংশ। এর মাধ্যমে মেঘনা ইন্সুরেন্সের ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইনফরমেশন সার্ভিসেসের ১.৪৬ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ১১.৩৩ শতাংশ, আল-হাজ্বটেক্সটাইলের ৯.২৭ শতাংশ, ফাইন ফুডসের ৯.১৭ শতাংশ, সিনোবাংলার ৯.০৬ শতাংশ, তিতাস গ্যাসের ৮.৫৭ শতাংশ, গ্লোবাল হেবি কেমিক্যালের ৭.১৯ শতাংশ, ইনটেক লিমিটেডের ৫.৩৪ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকের ৫.০৩ শতাংশ দর বেড়েছে।
Posted ১:২২ অপরাহ্ণ | শনিবার, ২৫ জুন ২০২২
bankbimaarthonity.com | saed khan