নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৩ আগস্ট ২০২২ | প্রিন্ট | 118 বার পঠিত
বিদায়ী সপ্তাহে (০৭-১১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের। যে কারণে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক গেইনারের শীর্ষে অবস্থান করছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, সপ্তাহের শুরুতে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের উদ্বোধনী দর ছিল ৮ টাকা ৫০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৯ টাকা ৮০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ১৫.২৯ শতাংশ। এর মাধ্যমে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সী-পার্ল হোটেলের ১১.৬২ শতাংশ, ইন্ট্রাকো সিএনজির ৯.৮০ শতাংশ, আরডি ফুডের ৮.৪২ শতাংশ, কপারটেকের ৭.৬৯ শতাংশ, সোনালী পেপারের ৬.৯১ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৫.৮৬ শতাংশ, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের ৫.৮০ শতাংশ, সিনোবাংলার ৫.১৪ শতাংশ, হাক্কানি পাল্পের ৪.৬২ শতাংশ দর বেড়েছে।
Posted ৩:০১ অপরাহ্ণ | শনিবার, ১৩ আগস্ট ২০২২
bankbimaarthonity.com | saed khan