নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১০ অক্টোবর ২০২০ | প্রিন্ট | 255 বার পঠিত
নিজস্ব প্রতিবেদক : গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ৮ বিমা কোম্পানি। সগেইনার তালিকায় ১০টির মধ্যে ৮টিই ছিল বীমা কোম্পানি। সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে ছিল কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৪১. ১৩ শতাংশ বেড়েছে।
আলোচ্য সপ্তাহে শেয়ারটি গড়ে প্রতিদিন ১৮ কোটি ৯৮ লাখ ৯৩ হাজার টাকার লেনদেন করে। আর পুরো সপ্তাহে কোম্পানিটি ৯৪ কোটি ৯৪ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে শেয়ারটি গড়ে প্রতিদিন ১৮ কোটি ৯৮ লাখ ৯৩ হাজার টাকার লেনদেন করে। আর পুরো সপ্তাহে কোম্পানিটি ৯৪ কোটি ৯৪ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির সর্বোচ্চ দর বেড়েছে ৩৯ দশমিক ২২ শতাংশ। কোম্পানিটি গড়ে প্রতিদিন ১৪ কোটি ৫০ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ৭২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ইসলামী ইন্স্যুরেন্স গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ৩৫ দশমিক ৮৬ শতাংশ। কোম্পানিটি গড়ে প্রতিদিন ১১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটি ৫৮ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, আনোয়ার গ্যালভানাইজিং ও ইভিন্স টেক্সটাইল লিমিটেড।
Posted ১১:৩৫ পূর্বাহ্ণ | শনিবার, ১০ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | saed khan