নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৮ আগস্ট ২০২১ | প্রিন্ট | 254 বার পঠিত
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে সাউথবাংলা ব্যাংক লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৩৯.৭৭ শতাংশ বেড়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১১৪ কোটি ৩ লাখ ৫৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২২ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে মেট্রো স্পিনিং মিলস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৮ দশমিক ২১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১০৯ কোটি ৯৫ লাখ ৫২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২১ কোটি ৯৯ লাখ ১০ হাজার টাকা।
জনতা ইন্স্যুরেন্স লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৭ দশমিক ৮৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৭৮ কোটি ১১ লাখ ৮২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৫ কোটি ৬২ লাখ ৩৬ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, রিজেন্ট টেক্সটাইল, আইপিডিসি ফিন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল, শাহজিবাজার পাওয়ার, আজিজ পাইপস ও মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড।
Posted ১:০৯ অপরাহ্ণ | শনিবার, ২৮ আগস্ট ২০২১
bankbimaarthonity.com | saed khan