নিজস্ব প্রতিবেদক | শনিবার, ৩১ জুলাই ২০২১ | প্রিন্ট | 303 বার পঠিত
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৪০.১৩ শতাংশ বেড়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
জানা যায়, আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১৬৩ কোটি ৫৬ লাখ ১৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩২ কোটি ৭১ লাখ ২৩ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে জিপিএইচ ইস্পাত কমপ্লেক্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৩৩ দশমিক ৭৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৮২ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩৬ কোটি ৪৯ লাখ ৮৯ হাজার টাকা।
বিকন ফার্মাসিটিক্যালস গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৩৩ দশমিক ২৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫৮ কোটি ৯৫ লাখ ৩৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৭৯ লাখ ৬ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফু-ওয়াং সিরামিকস, পিপলস ইন্স্যুরেন্স, এএফসি অ্যাগ্রো বায়োটেক, স্যালভো কেমিক্যাল, রহিমা ফুড, ই-জেনারেশন ও সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
Posted ১২:৪৫ অপরাহ্ণ | শনিবার, ৩১ জুলাই ২০২১
bankbimaarthonity.com | saed khan