নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১ | প্রিন্ট | 184 বার পঠিত
বিদায়ী সপ্তাহে (২৪-২৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক গেইনারের শীর্ষে ওঠে এসেছে হামিদ ফেব্রিক্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগের সপ্তাহের শেষ কার্যদিবসে হামিদ ফেব্রিক্সের ক্লোজিং দর ছিল ১৮ টাকা ৪০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩০ টাকা ৬০ পয়সা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১২ টাকা ২০ পয়সা বা ৬৬.৩০ শতাংশ। এর মাধ্যমে হামিদ ফেব্রিক্স ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়া ইন্সুরেন্সের ৩১.৭ শতাংশ, মালেক স্পিনিংয়ের ২৩.৭৩ শতাংশ, সোনালী পেপারের ২৩.৩৯ শতাংশ, বে-লিজিংয়ের ১৬.৩৭ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ১৬.২৫ শতাংশ, ফু-ওয়াং ফুডের ১৫.০৮ শতাংশ, এএফসি এগ্রোর ১৪.৫৯ শতাংশ, শেফারড ইন্ডাস্ট্রিজের ১৪.৫৭ শতাংশ এবং আরডি ফুডের ১২.৯৫ শতাংশ দর বেড়েছে।
Posted ১১:৪৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
bankbimaarthonity.com | saed khan