নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২০ জুন ২০২০ | প্রিন্ট | 520 বার পঠিত
নিজস্ব প্রতিবেদক : ৬ দশমিক ৭৮ শতাংশ দর কমে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে বেক্সিমকো সিনথেটিকস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৪৭ লাখ ৬৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯ লাখ ৫৩ হাজার টাকা।
লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেড । গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৪ দশমিক ৭৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৯ কোটি ২২ লাখ ৮১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৮৪ লাখ টাকা।
বেক্সিমকো ফার্মাসিটিক্যালস তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়রটির সর্বোচ্চ দর কমেছে ৪ দশমিক ৬৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৯ কোটি ৩৪ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৮৬ লাখ ৮২ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এসিআই ফরমুলেশনস, পাওয়ার গ্রীড কোম্পানি, বেক্সিমকো, সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস, আনলিমা ইয়ার্ন ও দেশ গার্মেন্টস লিমিটেড।
Posted ১২:৫২ অপরাহ্ণ | শনিবার, ২০ জুন ২০২০
bankbimaarthonity.com | saed khan