নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২১ আগস্ট ২০২১ | প্রিন্ট | 192 বার পঠিত
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে অবস্থান করছে অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৯.৫২ শতাংশ।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১০২ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৫ কোটি ৬৮ লাখ ৬২ হাজার টাকা।
লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৯.৪৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৩ কোটি ১১ লাখ ৭৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ২৭ লাখ ৯৪ হাজার টাকা।
এমবি ফার্মা লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ৮.৪৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১ কোটি ৫৭ লাখ ৭৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩৯ লাখ ৪৪ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মিথুন নিটিং অ্যান্ড ডাইং, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক, ফরচুন সুজ, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, জেমিনি সি ফুড, সেন্ট্রাল ফার্মা ও গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
Posted ১২:২৬ অপরাহ্ণ | শনিবার, ২১ আগস্ট ২০২১
bankbimaarthonity.com | saed khan