নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০২ এপ্রিল ২০২২ | প্রিন্ট | 153 বার পঠিত
বিদায়ী সপ্তাহে (২৭-৩১ মার্চ’২২) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর কমার বা লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। বিদায়ী সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির দর কমেছে ১১.৯৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির ৪ কোটি ৬১ লাখ ৭২ হাজার টাকার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয় ৯২ লাখ ৩৪ হাজার ৪০০ টাকার।
লুজার তালিকার দ্বিতীয় স্থানে ছিল এটলাস বাংলাদেশ ব্যাংক লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে
৭.৭৫ শতাংশ। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির টাকার অংকে লেনদেন হয়েছে এক কোটি ৮৭ লাখ ৬৪ হাজার টাকা। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৩৭ লাখ ৫২ হাজার ৮০০ টাকার।
ডিএসইর সাপ্তাহিক লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- জিবিবি পাওয়ারের ২.২৭ শতাংশ, রূপালী লাইফের ৬.৭৪ শতাংশ, খুলনা পাওয়ারের ৬.২৯ শতাংশ, শাশা ডেনিমসের ৫.৮৪ শতাংশ, বসুন্ধরা পেপার মিলসের ৫.৭৭ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৫.৭৩ শতাংশ, মেঘনা লাইফের ৫.৭০ শতাংশ এবং আমরা নেটওয়ার্কসের ৫.৬৫ শতাংশ দর কমেছে।
Posted ১২:৫৩ অপরাহ্ণ | শনিবার, ০২ এপ্রিল ২০২২
bankbimaarthonity.com | saed khan