নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১২ নভেম্বর ২০২২ | প্রিন্ট | 190 বার পঠিত
বিদায়ী সপ্তাহে (০৬-১০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লুজারের শীর্ষে ইন্দোবাংলা ফার্মা উঠে এসেছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমায় সাপ্তাহিক লুজারের শীর্ষে ইন্দোবাংলা ফার্মা অবস্থান করছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সপ্তাহের শুরুতে ইন্দোবাংলা ফার্মার উদ্বোধনী দর ছিল ২০ টাকা ৪০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৭ টাকা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ৩ টাকা ৪০ পয়সা বা ১৬.৬৭ শতাংশ। এর মাধ্যমে ইন্দোবাংলা ফার্মা ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দেশ জেনারেল ইন্সুরেন্সের ১৪.৫৮ শতাংশ, হাক্কানি পাল্পের ১৪.৩৭ শতাংশ, ইস্টার্ন ক্যাবলসের ১৩.৯৭ শতাংশ, শমরিতা হসপিটালের ১৩.৩৩ শতাংশ, এডিএন টেলিকমের ১১.৮০ শতাংশ, আমরা টেকনোলজির ১১.৬৩ শতাংশ, লুবরেফের ১০.৯৭ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেসের ১০.৭৩ শতাংশ এবং ডরিন পাওয়ারের ১০.৬৯ শতাংশ দর কমেছে।
Posted ৫:১৫ অপরাহ্ণ | শনিবার, ১২ নভেম্বর ২০২২
bankbimaarthonity.com | saed khan