নিজস্ব প্রতিবেদক: | শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট | 96 বার পঠিত
বিদায়ী সপ্তাহে (২৬-২৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি শেয়ার দর কমেছে মুন্নু সিরামিকের। যে কারণে কোম্পানিটি সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, সপ্তাহের শুরুতে মুন্নু সিরামিকের উদ্বোধনী দর ছিল ১৩০ টাকা ৭০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১২২ টাকা ৭০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ৮ টাকা বা ৬.১২ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন লুব্রিক্যান্টসের ৩.৯৩ শতাংশ, নর্দার্ন ইন্সুরেন্সের ৩.৮৮ শতাংশ, সাভার রিফ্যাক্টরিজের ৩.৮৭ শতাংশ, বিচ হ্যাচারির ৩.৮৪ শতাংশ, ইমাম বাটনের ৩.৮৩ শতাংশ, স্টাইল ক্রাফটের ৩.৮২ শতাংশ, কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ৩.৮১ শতাংশ, স্টান্ডার্ড সিরামিকের ৩.৮০ শতাংশ এবং বঙ্গজ লিমিটেডের ৩.৭৯ শতাংশ দর কমেছে।
Posted ৩:২৯ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২
bankbimaarthonity.com | saed khan